India-Pakistan : জম্মু সীমান্তে ড্রোন, ভারতীয় সেনার তাড়া খেয়ে পালাল পাকিস্তানে

0
2

ফের ড্রোন নিয়ে নজরদারি চালানোর অভিযোগ উঠল পাকিস্তানের বিরুদ্ধে । শনিবার সকালে জম্মু সীমান্তের অর্নিয়া সেক্টরে হঠাৎই (Drone at India Pakistan Border) একটি ড্রোন ঘুরতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এদিন খুব ভোরের দিকে ড্রোনটি আকাশে চক্কর কাটছিল। স্থানীয় বাসিন্দারাই সেনা কর্মীদের খবর দেয় । ড্রোনটিকে দেখেই ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা লাগাতার গুলি ছুড়তে থাকেন । বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ার পর সেখান থেকে উধাও হয়ে যায় সেটি। সেনা সূত্রে জানা গিয়েছে ভারতীয় জওয়ানদের তাড়া খেয়ে সেটি সীমান্ত পার করে পাকিস্তানে চলে যায় । যদিও ঠিক কী কারণে ড্রোনটিকে পাঠানো হয়েছিল তা এখনো স্পষ্ট নয়। উপগ্রহ চিত্র খতিয়ে দেখে জানার চেষ্টা চলছে। তবে সেটি যে নজরদারি চালানোর জন্য পাকিস্তান পাঠিয়েছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই।

তবে এদিনই প্রথম নয় । এর আগে বহুবার বহুদিন পাকিস্তান এভাবে ড্রোন পাঠিয়ে সীমান্তে নজরদারি চালানোর চেষ্টা করেছে। যদিও পাকিস্তানের তরফে এই সত্যতা কোনদিনই স্বীকার করা হয়নি।