Corona Update:পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে,তবে চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর হার!

0
3

প্রত্যেকদিন স্বস্তি বাড়িয়ে নিম্নমুখী হচ্ছে করোনা (Corona)গ্রাফ।তার মাঝেই চলতি বছরে কোভিডের চতুর্থ ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনার কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা।এর মাঝেই চিন্তা বাড়াচ্ছে করোনায় মৃত্যুর হার (Corona death rate)। গত ২৪ ঘণ্টায় যেমন ভারতে ফের ঊর্ধ্বমুখী মৃত্যুর(Death) গ্রাফ। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৮৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডের (Covid 19)বলি ৫ লক্ষ ১৪ হাজার ৮৭৮ জন।

কড়া বিধিনিষেধ ও টিকাকরণে জোর দিয়ে আপাতত করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা অনেকটাই সামলে নেওয়া সম্ভব হয়েছে । ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ।তবে আপাতত কোভিড সংক্রমণে রাশ টানতে অনেকটাই সফল ভারত। দৈনিক আক্রান্ত নেমে এসেছে ৬ হাজারের নিচে।তবে চিন্তা কমছে না, দেশে মৃত্যুর হার নিয়ে অস্বস্তিতে স্বাস্থ্য মন্ত্রক। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯২১ জন। গতকালের তুলনায় যা বেশ খানিকটা কম। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬৩ হাজার ৮৭৮।

 পাশাপাশি স্বস্তি দিয়ে দেশজুড়ে বাড়ছে করোনাজয়ীর সংখ্যা। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৩ লক্ষ ৭৮ হাজার ৭২১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৬৫১ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত সারা দেশে প্রায় ১৭৮ কোটি ৫৫ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।