শিক্ষক নিয়োগ মামলা: সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে এসএসসি

0
1

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করল এসএসসি। নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করল এসএসসি। যদিও একক বেঞ্চের নির্দেশের কপি না থাকায় এখনও ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণ করেনি। সার্ভার কপি পাওয়ার পর মামলা করতে হবে বলে জানিয়ে দিয়েছে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অজয় মুখোপাধ্যায়কে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।