বই মেলার পঞ্চম দিনে পত্রভারতীর স্টলে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পাঠকদের অনুরোধে তাঁর লেখা বই গুলিতে স্বাক্ষর করে দিচ্ছেন। দু’বছর বইমেলার না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। কিন্তু এতদিন পর বই মেলায় আসতে পেরে তিনি খুব আনন্দিত। এবারের বইমেলায় প্রকাশিত তার নতুন ‘ফুটপাতের দোকান”। শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে ঘিরে পাঠকের ঢল অব্যাহত। পাঠকদের উদ্দেশ্যে তার বার্তা “বইমেলায় আসুন, বই দেখুন ও কিনুন।”
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এবার আনুষ্ঠানিক স্বীকৃতি পেল ‘বইমেলা প্রাঙ্গণ’



































































































































