Russia-Eucraine : ইউরোপের সবথেকে বড় পরমাণু কেন্দ্রে রুশ মিসাইল হামলা, নিন্দা বিশ্বজুড়ে

0
8

আশঙ্কাই সত্যি হল। ইউক্রেনকে পুরোপুরি পর্যুদস্ত করতে এবার সে দেশের পরমাণু কেন্দ্রে মিসাইল হামলা চালাল রাশিয়া। ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রটি (Zaphorizhzhia nuclear power plant) শুধু যে সে দেশেরই সবথেকে বড় তা নয়। সমগ্র ইউরোপের (europe) বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি । আর সেখানেই এবার হামলা চালালো মস্কো । এই হামলার জেরে জাপোরিঝিয়ার ওই বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে যায়৷ একটানা গোলা বর্ষণের জেরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ছ’টি চুল্লিতে আগুন ধরে যায়৷ এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে । যার জেরে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। যদিও আন্তর্জাতিক শক্তি কেন্দ্র তরফে জানানো হয়েছে এখনই মারাত্মক বিপর্যয় ঘটার সম্ভাবনা কম। কিন্তু যদি আবারও পরমাণু কেন্দ্র ঘিরে গোলাবর্ষণ হতে থাকে তাহলে আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ বিস্ফোরণের সম্ভাবনা থেকেই যাচ্ছে । আর তার ফলে ক্ষতি শুধু যে ইউক্রেনের হবে তা নয় গোটা ইউরোপ মহাদেশ ভয়াবহ বিপদের মুখে পড়তে পারে। কারণ, পারমাণবিক কেন্দ্র থেকে তেজষ্ক্রিয় রশ্মি ছড়িয়ে পড়বে। যদিও সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজষ্ক্রিয় বিকিরণের স্তর একটি নির্দিষ্ট সীমার মধ্যেই রয়েছে।

 

আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই হঠকারী সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে । প্রায় প্রতিটি দেশই ইউক্রেনের পরমাণুকেন্দ্রর ওপরে মস্কোর এই মিসাইল হানার সমালোচনা করেছে। যদি কোনোভাবে পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ শুরু হয়ে যায় তাহলে তা হবে মানব জাতির পক্ষে সবথেকে ভয়ঙ্কর । পুতিনের এই পদক্ষেপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ছায়া দেখছেন অনেক রাষ্ট্রনায়কই।