ভোট প্রচারে উত্তরপ্রদেশে ইউক্রেন ইস্যু হাতিয়ার মোদির

0
2

উত্তরপ্রদেশ(UttarPradesh) বিধানসভা নির্বাচনের শেষ লগ্নে ইউক্রেন ইস্যুকে হাতিয়ার করে সরব হলেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। বারাণসীতে ভোটের প্রচারে ব্যবহার করবেন ‘মিশন গঙ্গা’ তাস। নিজের সংসদীয় কেন্দ্রে প্রচারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী(PrimeMinister) বলেন, “সবাই দেখছে ইউক্রেনে কী ঘটছে। ভারত সরকার পড়ুয়াদের ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে।”

পড়ুয়াদের ফেরানোর কৃতিত্ব নিজের কাঁধে নিয়ে মোদি বলেন, “যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে হাজার হাজার মানুষকে ভারত সরকার উদ্ধার করে আনছে। এই ঘটনাই প্রমাণ করে বিশ্বমঞ্চে ভারতের শক্তি বাড়ছে। এত মানুষকে ফিরিয়ে আনার জন্য আমরা অপারেশন গঙ্গা চালাচ্ছি।” মোদি দাবি করেন, ”আমরা ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে সবরকম পদক্ষেপ করছি। ইতিমধ্যেই চারজন কেন্দ্রীয় মন্ত্রীকে আমরা নানা দেশে পাঠিয়েছি। ভারতীয়দের উদ্ধার করে আনা হচ্ছে। প্রত্যেক ভারতীয় যাতে নিরাপদে দেশে ফিরে আসতে পারেন, সেটা নিশ্চিত করতে চেষ্টার কোনও কসুর করবে না কেন্দ্রীয় সরকার।”

আরও পড়ুন:India Team: শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ইনিংস ঋষভ পন্থের, দিনের শেষে ভারতের রান ৬ উইকেট হারিয়ে ৩৫৭

যদিও মোদি সরকার গোটা ঘটনার কৃতিত্ব নিলেও বিরোধীদের তরফ সে বারবার অভিযোগ তোলা হয়েছে সরকারের দায়িত্ব সরকার পালন করছে তবে তা আরও আগে করা উচিত ছিল। পাশাপাশি এদিন নরেন্দ্র মোদির বক্তব্যের পাল্টা দিয়ে তৃণমূল নেতা যশবন্ত সিনহা বলেন, “উত্তরপ্রদেশের ভোটের জন্য সরকার যেভাবে ভুয়ো প্রচার করছে, তা চরম দুঃখজনক। প্রধানমন্ত্রী ইউক্রেন নিয়ে উত্তরপ্রদেশের প্রচারে গিয়ে বলছেন, সেটা ভালো কথা। কিন্তু মানুষকে সে দেশ থেকে ফিরিয়ে আনার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে ভাবা উচিত কেন্দ্রীয় সরকারের।”