হুগলিতে ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ করলেন সাংসদ লকেট

0
3

যুদ্ধ পরিস্থিতির জেরে ইউক্রেনে(Ukraine) আটকে পড়ার পর কোনমতে প্রাণ বাঁচিয়ে স্বভূমিতে ফিরতে সফল হয়েছে হুগলির(Hooghly) একাধিক পড়ুয়া। শুক্রবার সেইসব পড়ুয়া ও তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়(Locket Chatterjee)।

এদিন দুপুর ১২টা নাগাদ ভদ্রেশ্বর শারদাপল্লীর নিবাসী মৈত্রী মুখোপাধ্যায়ের বাড়িতে যান লকেট। ইউক্রেনে ডাক্তারী পড়তে গিয়ে আটকে গিয়ে ছিলেন মৈত্রী। তার সাথে কথা বলে যাবতীয় বিষয় জানার চেষ্টা করেন সংসদ লকেট চট্টোপাধ্যায়। এরপর ১টা নাগাদ ভগওয়াতলা মোড়ে ডাক্তারি পড়তে যাওয়া মনিশা যাদবের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে দেখা করেন এবং মনিশা যেহেতু ফেরেনি এখনো তাই তার সাথে ভিডিও কলে কথা বলেন সাংসদ। লকেট চট্টোপাধ্যায় পাশাপাশি এদিনে উপস্থিত ছিলেন পুরশুরার বিধায়ক বিমান ঘোষ এবং হুগলি জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার।