যুদ্ধের জেরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ইউক্রেনের(Ukraine) সীমান্ত পার হতে হবে, তারপরই মিলবে উদ্ধার। তবে কীভাবে সেই সীমান্ত পার হবেন পড়ুয়ারা তা সম্পূর্ণ তাদের উপরে চাপিয়ে দিয়েছে ভারত সরকার(Indian government)। উদ্ধারকার্য চলছে ইউক্রেনের প্রতিবেশী দেশ থেকে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের উদ্ধার করে কৃতিত্ব নিতে গিয়ে অস্বস্তির মুখে পড়তে হলো বিজেপির মন্ত্রীকে(BJP minister)। ইউক্রেনের প্রতিবেশী দেশ থেকে সীমান্ত পেরিয়ে আসা পড়ুয়াদের বিমানে তুলে কেন্দ্রীয় মন্ত্রী আবেদন জানিয়েছিলেন মোদি জিন্দাবাদ বলার জন্য। তবে তার সেই আবেদনে সাড়া দিল না পড়ুয়ারা। বরং পড়ুয়াদের দাবি নিজের চেষ্টায় ফিরেছি। এই ভিডিও ভাইরাল হতেই চরম অসস্তির মুখে পড়তে হলো বিজেপি সরকারকে।

ইউক্রেন থেকে ফিরে আসা পড়ুয়াদের নিয়ে দিল্লির কাছে হিন্ডন এয়ারবেসে পৌঁছেছিল বায়ুসেনার বিমান। সেখানে তাদের সঙ্গে দেখা করতে আসেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট। বিমানের আসনে বসে থাকা পড়ুয়াদের উদ্দেশ্যে বলছেন, “একদম চিন্তা করবেন না। সব ঠিক হয়ে যাবে। প্রাণ বেঁচে গিয়েছে মোদিজির কৃপায়।” এরপর তিনি সকলকে ‘ভারত মাতা’র নামে জয়ধ্বনি দিতে বলেন। সঙ্গে সঙ্গে তাতে সাড়া দেন সব পড়ুয়াই। এরপরই তিনি বলেন, “এবার চেঁচিয়ে বলুন মোদিজি জিন্দাবাদ।” এই আবেদনে কার্যত বিপরীত প্রতিক্রিয়া দেখা দেয়। কয়েকজন নিমরাজি ভঙ্গিতে ওই স্লোগান দিলেও বেশির ভাগই ছিলেন চুপ। ইতিমধ্যেই এই ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার প্রেক্ষিতে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক ছাত্রী জানিয়েছেন, “আমরা নিজেদের চেষ্টায় দেশে ফিরতে পেরেছি অথচ সরকার বাহবা পেতে চাইছে।” পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী তরফে পড়ুয়াদের এভাবে মোদি জিন্দাবাদ বলতে বাধ্য করার ঘটনার তীব্র নিন্দা করেছে রাজনৈতিক মহল।














































































































































