Virat Kohli: শততম টেস্ট ম‍্যাচে নামার আগে ‘বিরাট’ পুরস্কার কোহলিকে

0
2

মোহালিতে শততম টেস্ট ম‍্যাচ খেলতে নেমেছেন বিরাট কোহলি (Virat Kohli)। টেস্ট কেরিয়ারে কোহলির জীবনে যা অন্যতম মাইলফলক। সেই স্মরণীয় ম‍্যাচে নামার আগে কোহলির হাতে স্মারক তুলে দিলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় ( Rahul Dravid)। সেই মুহূর্তে তাঁর পাশে ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। গ্যালারিতে রয়েছেন বিরাটের দাদা বিকাশ কোহলিও। এই ম‍্যাচে নামার আগে আবেগে ভাসলেন বিরাট।

এই স্মারক পেয়ে বিরাট বলেন,” ধন্যবাদ রাহুল ভাই, আমার জন্য এটা একটা খুব স্পেশাল মুহূর্ত। আমার স্ত্রী রয়েছে এখানে। আমার ভাই রয়েছে গ্যালারিতে। এই পথ চলাটা দলগত। তোমাদের ছাড়া সেটা সম্ভব হত না। বিসিসিআইকে ধন্যবাদ। এই সম্মান এর থেকে ভাল কারও হাত থেকে পাওয়া সম্ভব ছিল না। আমার ছোটবেলার হিরো। অনুর্ধ্ব-১৫ দলে খেলার সময় রাহুল ভাইয়ের সঙ্গে তোলা ছবিটা এখনও আছে আমার কাছে।”

বিরাটের হাতে স্মারক তুলে দেওয়ার পর দ্রাবিড় বলেন, “এই সম্মান ওর প্রাপ্য, এটা ও অর্জন করে নিয়েছে। আমরা সাজঘরে যেমন বলি, এটাকে দ্বিগুণ করো।”

আরও পড়ুন:এবার বেজিংয়ে শীতকালীন প্যারালিম্পিক্স থেকে সরিয়ে ফেলা হল পুতিনের দেশকে