Bappi Lahiri:কলকাতায় পৌঁছল বাপ্পি লাহিড়ীর অস্থি, ভাসানো হবে গঙ্গায়

0
1

পরিবারের প্রথা অনুযায়ী বাবা অপরেশ লাহিড়ীর অস্থিও বিসর্জন হয়েছিল গঙ্গায়। সেই নিয়ম মেনেই কিংবদন্তী সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য মুম্বইয়ে হলেও মাঝ গঙ্গাতেই হবে অস্থি বিসর্জন। বৃহস্পতিবার সকাল ৯টায় মুম্বই থেকে বিমানে করে কলকাতা পৌঁছন প্রয়াত সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ি। এয়ারপোর্টে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু। এয়ারপোর্ট থেকে মন্ত্রীর তত্ত্বাবধানে গাড়ি করে আউট্রাম ঘাটে নিয়ে যাওয়া হয় বাপ্পি লাহিড়ীর অস্থি।

আরও পড়ুন:Uttarpradesh Assembly Election:আজ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ষষ্ঠ দফার ভোটগ্রহণ

সংবাদ সংস্থা সূত্রের খবর, আউট্রাম ঘাটে পরলৌকিক ক্রিয়াকর্ম সেরে বোটে করে অস্থি নিয়ে যাওয়া হবে মাঝগঙ্গায়। সেখানেই বাবার অস্থি বিসর্জন দেবেন ছেলে বাপ্পা।


মৃত্যুর আগে একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন বাপ্পি লাহিড়ী। এক মাস হাসপাতালে ভর্তি থাকার পর ১৪ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি। কিন্তু ১৫ তারিখে শারীরিক অবস্থার অবনতি ঘটলে পুণরায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।‘ডিস্কো কিং’য়ের আচমকা প্রয়াণে সঙ্গীত মহলে নেমে আসে শোকের ছায়া।