ধূলিসাৎ অধিকারী গড়, বাড়ির ওয়ার্ডেও লজ্জার হার শুভেন্দুদের

0
1

কাঁথিতে অধিকারীদের দর্পচূর্ণ। বিজেপিকে ধূলিসাৎ করে তৃণমূল কাঁথি পুরসভা দখল করে নিল। জয়ী হয়েছেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। আপাতত যা পরিস্থিতি তাতে একটি ওয়ার্ড বাদ দিলে সবকটি ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে।

আরও পড়ুন:ডায়মন্ড হারবারে সবুজ ঝড়, পুরসভা দখল তৃণমূলের

শুভেন্দু অধিকারী বা শিশির অধিকারীদের প্রেস্টিজ ফাইট ছিল এই কাঁথি পুরসভা। বিগত তিন দশকে এই পুরসভার চেয়্যারম্যান অধিকারী পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার তৃণমূলের কাছেও চ্যালেঞ্জ ছিল এই পুরসভায় জয়ী হওয়া। সবথেকে বড় কথা অধিকারী পরিবারের বাড়ি ১৫ নম্বর ওয়ার্ডে। সেই ওয়ার্ডেই লজ্জার হার হয়েছে বিজেপির।  ১৩ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন সুপ্রকাশ গিরি।সুপ্রকাশের নেতৃত্বে রীতিমত লড়াই করে কাঁথিতে সবুজ ঝড় তুলেছেন তৃণমূল কংগ্রেস।


পুরসভা দখলের পর অখিল গিরি বলেছেন, অধিকারী পরিবার মনে করত এটা তাঁদের ব্যক্তিগত সম্পত্তি। প্রচুর দুর্নীতি করেছে। দায়িত্বে থেকেও মানুষকে পরিষেবা দেয়নি। তারই বহিঃপ্রকাশ ঘটেছে ইভিএমে।