Ukraine Russia: ‘বন্ধ করুন যুদ্ধ’:পুতিনের বিরুদ্ধে রাশিয়ার পথে যুদ্ধ বিরোধীরা

0
3

কার দিকে তুমি গুলি ছুঁড়ছো হে, এখানে সবাই মানুষ!

নামাও রাইফেল।

এ পৃথিবী তোমার একলার নয়।

ইউক্রেনের আকাশে বাতাসে এখন শুধুই বারুদের গন্ধ। দিন-রাত চলছে শুধুই রুশ গোলার বর্ষণ। প্রাণ হারাচ্ছেন বহু। অগণিত মানুষ এখন বাস্তুহারা। এক ইঞ্চিও জমি ছাড়বেন না ইউক্রেনবাসী। সেনাদের সাহস জোগাতে যুদ্ধে নেমেছেন ইউক্রেনের প্রেসিডেন্টও। এদিকে রাশিয়ার প্রেসিডেন্টও যুদ্ধ থামাতে নারাজ। বিশ্বের অন্যতম ক্ষমতাশালী রাষ্ট্রনেতাদের কথা তোয়াক্কা না করেই নিজেদের সামরিক শক্তির সম্ভার নিয়ে হামলা করেছে ইউক্রেনকে। রাশিয়ার বিরুদ্ধে বিক্ষোভে শামিল হয়ে চিৎকার করে গলা ফাটাচ্ছেন গোটা বিশ্ব।

আরও পড়ুন:আগে বোমা বর্ষণ বন্ধ করুন তারপর আলোচনা: পুতিনকে বার্তা জেলেনস্কির



যুদ্ধের সপ্তম দিনেও খারকিভে আক্রমণ শানাচ্ছে রুশ সেনা। রাতভর বোমার শব্দে কেঁপে উঠে ইউক্রেনের রাজধানি কিভ। মুহুর্মুহু গোলাবর্ষণ। বাজছে বোমাবর্ষণের সাইরেন। অন্যদিকে ভ্লাদিমির পুতিন স্বেচ্ছাচারী শাসক, অন্য দেশকে আক্রমণ করে গোটা বিশ্বকে সঙ্কটে ফেলেছেন বলে কটাক্ষ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিন রাশিয়ার জন্য আকাশপথও বন্ধ করে দেন বাইডেন। এরইমধ্যে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে বুধবার দ্বিতীয় দফার বৈঠকে বসতে চলেছে রাশিয়া এবং ইউক্রেন। আর তার আগেই রাশিয়ায় যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। বিরোধীদের বাধা দিতে গিয়ে ধ্বস্তাধ্বস্তিতে জড়িয়ে পড়ে পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে।