শুক্রবার মোহালিতে শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল (India Team)। এটি আবার বিরাট কোহলির (Virat Kohli) শততম টেস্ট ম্যাচ। তার আগে সুখবর ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য। বিরাট কোহলির শততম টেস্ট ম্যাচ মাঠে বসে দেখতে পারবেন তারা। করোনা বিধি মেনে মোহালির গ্যালারিতেও পঞ্চাশ শতাংশ দর্শক থাকতে পারবে বলে জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

মঙ্গলবার বিসিসিআই সচিব জয় শাহ একটি বিজ্ঞপ্তি দিয়ে জানান, “শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম টেস্ট আয়োজিত হবে মোহালিতে। যা প্রথমে দর্শকশূন্য মাঠে হওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত বদল করা হয়েছে। ক্রিকেটপ্রেমীরা মাঠে এসেই এই ঐতিহাসিক টেস্ট উপভোগ করতে পারবেন।”

বিসিসিআইয়ের এই নির্দেশের পরেই জানা যায়, করোনা বিধি মেনে মোহালির গ্যালারিতেও পঞ্চাশ শতাংশ দর্শক থাকতে পারবে। এই নিয়ে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আরপি সিঙ্গলা বলেন, “মোহালি টেস্ট পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে আয়োজনের অনুমতি দিয়েছে বিসিসিআই। বুধবার থেকে অনলাইনে টিকিট পাওয়া যাবে। ক্রিকেটপ্রেমীরা মাঠে বসেই কোহলির শততম টেস্ট দেখতে পারবেন।”
আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস









































































































































