ইউক্রেনের(Ukraine) আকাশে যুদ্ধের দামামা। ইউক্রেনের একের পর এক প্রদেশ দখলে নিয়ে ক্রমশ রাজধানী কিয়েভের(Kiev) দিকে এগোচ্ছে রুশ সেনা(Russian Amry)। সোমবার রাশিয়া-ইউক্রেন ৫ ঘন্টার বৈঠক ব্যর্থ হওয়ার পর আক্রমনের ঝাঁঝ আরও বেড়েছে। দুপক্ষের তরফে পরবর্তী শান্তি বৈঠকের সম্ভাবনার মাঝেই এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বার্তা দিলেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। স্পষ্ট ভাষায় জানালেন, আগে বোমা বর্ষণ বন্ধ হোক, তারপর আলোচনা ফলপ্রসূ হতে পারে।

এদিন আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, রাশিয়া বোমাবর্ষণ বন্ধ না করলে আলোচনা হতে পারে না। বোমাবর্ষণ বন্ধ হলে তবেই আলোচনার টেবিলে বসা যেতে পারে। এদিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের সময় শোনা যায় কিয়েভের টিভি টাওয়ারে আঘাত করেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। অন্তত পাঁচজন মারা গিয়েছেন। মঙ্গলবার সকালে কিয়েভ শহরের কেন্দ্রস্থলে একটি রুশ মিসাইল আঘাত করে। বুধবার খোরসান বিমানবন্দরেও আক্রমণ শানাতে দেখা যায় রাশিয়াকে। পাশাপাশি তিনি আরও বলেন, “যদি ইউক্রেনের পতন হয়, তাহলে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির সীমান্তে পৌঁছে যাবে রাশিয়া। একথা সকলেরই বোঝা উচিত।” একইসঙ্গে যুদ্ধের আগে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা উচিত ছিল বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। এছাড়াও তিনি ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছে আবেদন জানান, রুশ বায়ুসেনাকে ঠেকাতে আকাশে নো ফ্লাই জোন ঘোষণা করা হোক। সেক্ষেত্রে এই যুদ্ধে ন্যাটোর যুক্ত হওয়ারও প্রয়োজন হবে না।











































































































































