নিছকই শখ পূরণ করতে গিয়ে আইনি বিভ্রাটে জড়ালেন অভিনেত্রী শ্রাবন্তী (Actress Srabanti) । বন্যপ্রাণী সুরক্ষা আইন অনুসারে দায়ের করা হল শ্রাবন্তীর বিরুদ্ধে। দোষ প্রমাণিত হলে জেল পর্যন্ত হতে পারে অভিনেত্রীর।

কী ঘটেছিল?
গত ১৫ জানুয়ারি একটি বেজি নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন শ্রাবন্তী। বেজির গলায় একটি মোটা চেন বাঁধা ছিল। ছবিটি নিচে ক্যাপশনে শ্রাবন্তী লিখেছিলেন, “শুটিংয়ের ফাঁকে আচমকাই এই ছোট্ট বন্ধুটির সঙ্গে দেখা হল”।

আর এই ছবি নিয়েই যত গোলমাল । বন্যপ্রাণীকে এভাবে চেন দিয়ে আটকে রাখা যায় না। বন্যপ্রাণী সুরক্ষা আইন অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ । ফলে বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯, ১১, ৩৯, ৪৮এ, ৪৯, ৪৯এ-র ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে শ্রাবন্তীর বিরুদ্ধে। ওই দফতর সূত্রে জানা গিয়েছে খুব শীঘ্রই সল্টলেকের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেল এবং ডাটা ম্যানেজমেন্ট ইউনিটের সামনে হাজিরা দিতে হবে শ্রাবন্তীকে। যদি সন্তোষজনক জবাব না পাওয়া যায় তাহলে শাস্তির মুখে পড়তে হতে পারে অভিনেত্রীকে।










































































































































