Kamarhati:ভোটের ময়দানে প্রথমবার লড়েই জয়ী মদন মিত্রের পুত্রবধূ মেঘনা

0
1

কামারহাটি পুরসভার গণনা শুরু হওয়ার পর থেকেই ভাল ব্যবধানে এগোতে শুরু করেন তৃণমূল প্রার্থীরা। ১৬ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী মদন মিত্রের পুত্রবধূ মেঘনা মিত্রও বেশ বড়সড় ব্যবধানে এগোতে শুরু করেন। গণনাশেষে ৪৫৭০ ভোটে জয়ী হন মেঘনা।


আরও পড়ুন: সবুজ ঝড়ে তছনছ অর্জুন-গড়: ভাটপাড়া পুরসভা তৃণমূলের দখলে


চলতি পুরভোটে কামারহাটি পুরসভায় তৃণমূলের প্রার্থী হন কামারহাটির বিধায়ক মদন মিত্রর পুত্রবধূ মেঘনা মিত্র। প্রচারের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি। তাঁর অনুশীলন ব্যর্থ হয়নি। সেই পরীক্ষায় সসম্মানেই উত্তীর্ণ হলেন মদনের পুত্রবধূ। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থীকে হারিয়ে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হলেন মদনের পুত্রবধূ।