লি রোডের স্বর্ণ ব্যবসায়ীর খুনি আমেদাবাদ থেকে গ্রেফতার 

0
1

অবশেষে ভবানীপুরের লি রোডে স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডের কিনারা হল। ওই খুনের ঘটনার মূল অভিযুক্ত বিমল শর্মা ওরফে শিবমকে আমেদাবাদ থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এই খবর জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। জানা গিয়েছে শিবম আদতে নয়াদিল্লির বাসিন্দা। দিল্লিতে তার নামে একাধিক মামলা রয়েছে। পুলিশের হাত থেকে বাঁচতে শিবম ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাত, ওড়িশাতে গা ঢাকা দিয়েছিল।শুধু তাই নয় পরিচয় লুকোতে মোট ন’বার নাম বদল করেছিল। অবশেষে আমেদাবাদ থেকে গ্রেফতার করা হয় । আমদাবাদের আদালত তাকে ট্রানজিট রিম্যান্ডে কলকাতা নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে।