অবশেষে আনুষ্ঠানিকভাবে JEE মেইন ২০২২ (JEE Main 2022 Exam) পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে NTA। জেইই মেইন ২০২২ পরীক্ষা চলতি বছর দু’টি সেশনে অনুষ্ঠিত হচ্ছে। অফিসিয়াল সময়সূচী অনুসারে, জেইই মেইন ২০২২ এপ্রিল ১৬ থেকে ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে এবং মে মাসের পরীক্ষা ২৪ থেকে ২৯ মে ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া, পরীক্ষা কর্তৃপক্ষ ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। আগ্রহীরা https://jeemain.nta.nic.in/ -এই লিঙ্কে ক্লিক করে চেক করতে পারেন।
এপ্রিল মাসের সেশনের সময়সূচি:
১) রেজিস্ট্রেশন প্রক্রিয়া ১ মার্চ থেকে শুরু এবং শেষ হবে ৩১ মার্চ ২০২২।
২) নির্ধারিত আবেদন ফি লেনদেনের শেষ তারিখ ৩১ মার্চ ২০২২ রাত সাড়ে ১১টা পর্যন্ত।
৩) এপ্রিলের প্রথম সপ্তাহে পরীক্ষার স্থান ঘোষণা করা হবে।
৪) এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে NTA ওয়েবসাইট থেকে জেইই মেইন অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
আরও পড়ুন-ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে এবার ‘অপারেশন গঙ্গা’ রেসকিউ প্রোগ্রাম
মে মাসের সেশনের সময়সূচি:
১) রেজিস্ট্রেশন প্রক্রিয়া ৮ এপ্রিল থেকে শুরু হবে এবং শেষ হবে ৩ মে ২০২২।
২) নির্ধারিত আবেদন ফি লেনদেনের শেষ তারিখ ৩ মে ২০২২ রাত সাড়ে ১১টা পর্যন্ত।
৩) মে মাসের দ্বিতীয় সপ্তাহে পরীক্ষার স্থান জানিয়ে দেওয়া হবে।
৪) মে মাসের তৃতীয় সপ্তাহে NTA ওয়েবসাইট থেকে জেইই মেইন অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
মেইন ২০২২ পরীক্ষায় (JEE Main 2022 Exam) বসার জন্য প্রার্থীকে অবশ্যই ২০২০ ও ২০২১ সালে দ্বাদশ শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষার্থীদের জেইই-র আবেদন ফিয়ের বিষয়ে সচেতন হওয়া উচিত। এনটিএ (NTA) দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি পড়ে তবেই আবেদন করতে হবে।