বৃহস্পতিবার আইএসএলের (ISL) পরবর্তী ম্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান ( ATK Mohunbagan) । প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি (Chennaiyin fc)। গুরুবারে চেন্নাইয়ানকে হারিয়ে সেমিফাইনালের পথ পাঁকা করতে মরিয়া বাগান ব্রিগেড।

আইএসএলে এই মুহূর্তে তিন নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান। ১৮ ম্যাচে পয়েন্ট ৩৪ বাগান ব্রিগেডের। এই অবস্থায় বৃহস্পতিবার চেন্নাইয়ানকে হারাতে পারলেই আরও একবার সেমিফাইনালের পথ নিশ্চিত করে ফেলবে জুয়ান ফেরান্ডোর দল। বৃহস্পতিবার বাগানের প্রতিপক্ষ দুর্বল চেন্নাইয়ান। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ বাগান কোচ। তাইতো চেন্নাইয়ানের বিরুদ্ধে হুগো বৌমোস এবং জনি কাউকোকে খেলানোর ইঙ্গিত দিলেন তিনি। এই নিয়ে জুয়ান বলেন,” হুগো আর জনি তো গত ম্যাচেও একসঙ্গে শুরু থেকে খেলেছে। হুগোর চোট লাগার পরে আমরা সিস্টেম বদলে ৩-৫-২-এ চলে যাই। শেষে ৪-৪-২-এ খেলি। সুতরাং ওদের দু’জনের একসঙ্গে খেলা সম্ভব। কারণ, ওরা আমাদের স্টাইলের পক্ষে নিখুঁত।” তবে প্রথম একাদশে উইলিয়ামস বা রয় কৃষ্ণা থাকবেন কিনা, সে ব্যাপারে নিশ্চয়তা দিলেন না ফেরান্ডো। এই নিয়ে তিনি বলেন, “দেখা যাক, ওরা কী অবস্থায় রয়েছে, মাঠে নেমে কতটা নিজেদের মেলে ধরতে পারছে, বলে কেমন শট নিচ্ছে, কিছু শারীরিক কসরৎ করার পরে ওরা কেমন বোধ করবে, অনুশীলনে এ সব দেখে নিয়ে তার পরে সিদ্ধান্ত নেব।”
আরও পড়ুন:Ipl: মাঠে বসেই আইপিএলের ম্যাচ দেখতে পারবে ক্রিকেটপ্রেমীরা : সূত্র












































































































































