Ipl: মাঠে বসেই আইপিএলের ম‍্যাচ দেখতে পারবে ক্রিকেটপ্রেমীরা : সূত্র

0
1

ক্রিকেটপ্রেমীদের জন‍্য সুখবর। মাঠে বসেই দর্শক দেখতে পারবেন আইপিএল (Ipl)। বুধবার মহারাষ্ট্র সরকারের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের ( Bcci)  বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, শুরুর দিন অর্থাৎ ২৬ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অর্থাৎ প্রতিযোগিতার প্রথম পর্বে মাঠে বসে খেলা দেখতে পারবেন ২৫ শতাংশ দর্শক। সংশ্লিষ্ট স্টেডিয়ামের মোট দর্শক আসনের ২৫ শতাংশ আসনের টিকিট বিক্রি করা হবে। পরবর্তী সময় আরও বেশি দর্শকের জন্য খুলে দেওয়া হতে পারে স্টেডিয়ামের দরজা। তা অবশ্য নির্ভর করবে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি উন্নতির উপর। পরিস্থিতি খারাপ হলে প্রয়োজনে দর্শকদের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হতে পারে। অনলাইনে পাওয়া যাবে টিকিট। দর্শকদের কঠোর ভাবে মেনে চলতে হবে করোনা বিধি।

আরও পড়ুন:Russia-Ukraine: ইউক্রেনকে বাঁচাতে বন্দুক তুলে ধরছেন সেই দেশের ক্রীড়াবিদরা