Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল। টি-২০ সিরিজের মতন টেস্ট সিরিজও পকেটে পুড়তে মরিয়া ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিরাটের শততম টেস্ট ম‍্যাচ এটি।

২) সুখবর ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য। বিরাট কোহলির শততম টেস্ট ম্যাচ মাঠে বসে দেখতে পারবেন তারা। করোনা বিধি মেনে মোহালির গ্যালারিতেও পঞ্চাশ শতাংশ দর্শক থাকতে পারবে বলে জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড।

৩) ইস্টবেঙ্গল কর্তাদের বাংলাদেশে আমন্ত্রণ জানাল বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান, এবং বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সায়েম সোবহান তানভীর। কিছু দিনের মধ্যেই বাংলাদেশে যাবেন লাল-হলুদ কর্তারা।

৪) হাসপাতাল থেকে ছাড়া পেলেন ফুটবল সম্রাট পেলে। মূত্রনালীতে সংক্রমণের জন্য সাওপাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই কিংবদন্তি ফুটবলার। গত ১৩ ফেব্রুয়ারি কেমোথেরাপির জন্য গিয়েছিলেন হাসপাতালে।

৫) রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জের। বেলারুশের বিরুদ্ধে খেলতে রাজি নয় ভারতীয় ফুটবল দল। মার্চ মাসের শেষে বেলারুশের বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলার কথা ছিল সুনীল ছেত্রিদের। আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা রাশিয়া এবং বেলারুশকে ক্রীড়াজগত থেকে এক ঘরে করার পরেই এমন সিদ্ধান্ত ভারতের।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ