North Dinajpur: ভিখারির ঘরে ‘রাজার ধন’, চাঞ্চল্য ইসলামপুরে

0
1

ভিক্ষাই ছিল জীবিকা। কয়েকদিন হল মৃত্যু হয়েছে উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইসলামপুরের কণিকা মোহন্তর (Konika Mahanta)। আর তাঁর মৃত্যুর পর কুঁড়ে ঘর থেকে উদ্ধার হল তিনটি ট্রাঙ্ক ভর্তি টাকা আর খুচরো পয়সা। গণনা সম্পূর্ণ না হলেও, অনুমান তিনটি ট্রাঙ্কে সব মিলিয়ে কয়েক লক্ষ টাকা রয়েছে।

ইসলামপুরের (Islampur) লোকনাথ কলোনির বাসিন্দা ছিলেন কণিকা। সঙ্গে থাকতেন তাঁর বোন ও মা। অসুস্থ মাকে নিয়ে কোনও রকমে দিন গুজরান হত তিনজনের। দিন পাঁচেক আগে মৃত্যু হয় কণিকার। মঙ্গলবার, তাঁর ঘর থেকে তিনটি ট্রাঙ্ক ভর্তি জমানো টাকা, সঙ্গে খুচরো পয়সা উদ্ধার করেন প্রতিবেশীরা। শুরু হয় টাকা গোনার কাজ। অনুমান, লক্ষাধিক টাকা গচ্ছিত রয়েছে।

কণিকার দাদা বাবলু ইসলামপুরের অন্যত্র থাকেন। তাঁর কথায়, বোন ভিক্ষা করে টাকা উপার্জন করতেন। তিনি অসুস্থও। তবে, টাকার ভাগ চান না বাবলি। সিদ্ধান্ত হয়েছে টাকার কিছুটা ব্যাঙ্কে রাখা হবে। বাকি টাকায় বাড়ি সংস্কার ও কণিকার পারলৌকিক কাজ হবে।

আরও পড়ুন- অধিবেশন নিয়ে সংঘাত জিইয়ে রাখলেন ধনকড়, তীব্র নিন্দা কুণালের