Body Recover: নিউটনের রবিনসন স্ট্রিটের ছায়া, পাঁচদিন সন্তানের দেহ আগলে মা!

0
1

ফের শহরের রবিনসন স্ট্রিটের ছায়া। এবার ঘটনাস্থলে নিউটাউন। অভিযোগ, সেখানকার CD ব্লকের 25 নম্বর আবাসনের নতলা ঘরে পাঁচদিন ধরে ছেলেমেয়ের দেহ আগলে ছিলেন মা। মঙ্গলবার, সকালে সাততলার ফ্ল্যাটে গিয়ে সাহায্যের আবেদন করেন তিনি। ঘটনাস্থলে যায় নিউটাউন (New Town) থানার পুলিশ (Police)।

2019 থেকে সন্তানদের নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন মহিলা। এদিন সকালে তিনি প্রতিবেশীদের কাছে গিয়ে সাহায্যের আবেদন জানান। ঘরে গিয়ে তাঁরা দেখেন পচা গন্ধ বেরোচ্ছে। প্রতিবেশীরাই পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ঘরের মধ্যে খাটের উপর দেহ দুটি পড়ে থাকতে দেখে। ওই ঘরেই ছিলেন মহিলা।

আরও পড়ুন:খারকিভে ব্যাপক বোমাবর্ষণ রাশিয়ার: মৃত এক ভারতীয় পড়ুয়া, জানালো বিদেশ মন্ত্রক

প্রাথমিক অনুমান, প্রায় চার-পাঁচ দিন আগে মৃত্যু হয়েছে ভাই-বোনের। মৃতদের আনুমানিক বয়স 25 থেকে 28 বছরের মধ্যে। কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে সে বিষয়ে কোনও কিছু জানা যায়নি। কিছু বলছেন না তাঁদের মাও। মহিলা মানসিকভাবে সুস্থ কি না সেটা স্পষ্ট নয়।

দুই সন্তান নিয়ে ফ্ল্যাটে থাকতেন তিনি। কয়েকদিন ধরেই প্রতিবেশীরা পচা গন্ধ পাচ্ছেন বলে অভিযোগ। এদিন ঘরে যেতেই কারণ বুঝতে পারেন তাঁরা। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তারপরেই মৃত্যুর কারণ স্পষ্টভাবে জানা যাবে। আবাসিকদের অভিযোগ, ওই মহিলা মানসিকভাবে সুস্থ নন।