ভোটে বেনিয়মের অভিযোগ তুলে কাঁথি পুরসভা(Kanthi) নির্বাচন বাতিল ঘোষণার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি(BJP)। সোমবার সেই মামলার শুনানিতে আদালতে জোর ধাক্কা খেল বিজেপি। গেরুয়া শিবিরের আবেদন খারিজ করার পাশাপাশি হাইকোর্টের(HighCourt) ডিভিশন বেঞ্চের তরফে স্পষ্টভাব জানিয়ে দেওয়া হয়েছে কোনওভাবেই কাঁথি পুরসভার ভোট গণনায় (WB Municipal Elections) স্থগিতাদেশ জারি করা হবে না। কাল অর্থাৎ বুধবারই হবে কাঁথি পুরসভার ভোটগণনা।

এদিন কাঁথি পুরসভার নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে বিজেপির আইনজীবী দাবি করেন, “৯৭টির মধ্যে ৯১টি সিসিটিভি খারাপ করে দেওয়া হয়েছে। নিরপেক্ষ সংস্থা দিয়ে সিসিটিভি-র অডিট করানো হোক। জাতীয় নির্বাচন কমিশন বা সিবিআই-কে মনোনীত করা হোক।” বিজেপির অভিযোগের ভিত্তিতে আদালত কমিশনের বক্তব্য জানতে চায়। পাল্টা কমিশন জানায়, যে অভিযোগ এখানে করা হচ্ছে, তা কমিশনকে জানানো হয়নি। আগে দেখতে হবে অভিযোগগুলি ঠিক কিনা, তারপর অডিটের প্রশ্ন। কমিশনের বক্তব্য শোনার পর বিজেপির তরফে যে আবেদন জানানো হয়েছিল তা খারিজ করে আদালত জানিয়ে দেয় কাঁথি পুরসভার ভোট গণনায় (WB Municipal Elections) স্থগিতাদেশ জারি করা হবে না।











































































































































