আইপিএল (IPL 2022) শুরুর আগেই ধাক্কা। বাবল ক্লান্তির জন্য এবারের আইপিএল (IPL 2022) থেকে সরে দাঁড়ালেন জেসন রয় (Jason Roy)। ইংল্যান্ডের মারকুটে ব্যাটারকে ২ কোটি টাকায় নিলাম থেকে দলে নিয়েছিল গুজরাট টাইটান্স। তিনি সরে দাঁড়ানোয় কিছুটা হলেও ধাক্কা খেয়েছে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা। এই পরিস্থিতিতে রয়ের বদলির খোঁজে নেমে পড়েছেন গুজরাট কর্তারা।
আরও পড়ুন: শততম টেস্ট খেলতে নামছেন বিরাট, দর্শক না থাকায় হতাশা প্রকাশ গাভাসকরের
তবে এদিন একটি হৃদয়গ্রাহী বার্তায় গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) ধন্যবাদ দিয়ে আইপিএল থেকে নাম তুলে নেওয়ার কারণ জানিয়েছেন জেসন। সোশ্যাল মিডিয়া পোস্টে ইংলিশ তারকা ব্যাটার লিখেছেন, ‘‘গুজরাট ফ্যান এবং দলের সবার উদ্দেশে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে, এই বছরের আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি ধন্যবাদ জানাচ্ছি ম্যানেজমেন্ট এবং অধিনায়ক হার্দিককে নিলামে আমার উপর আস্থা রেখে দলে নেওয়ার জন্য। কিন্তু গত তিন বছর ধরে গোটা বিশ্বজুড়ে যে অবস্থা চলছে তাতে নিজেকে একটু হালকা রাখা জরুরি।’’ রয়ের সংযোজন, ‘‘আমি মনে করি, আমার পরিবারের সঙ্গে সময় কাটানো দরকার। একইসঙ্গে নিজের খেলার প্রতিও সময় দেওয়া প্রয়োজন আগামী ব্যস্ত সূচি মাথায় রেখে। তবে আমি টাইটানসের সমস্ত ম্যাচ দেখব এবং প্রথম বছরেই যাতে ওরা ট্রফি জিততে পারে, তার জন্য আমার সমর্থন থাকবে।













































































































































