ইউক্রেনে(Ukraine) আক্রমণের ধার আরও বাড়িয়ে তুলেছে রাশিয়া(Russia)। সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে কিভাবে বিশাল বাহিনী এগিয়ে আসছে রাজধানী কিয়েভের দিকে। এই পরিস্থিতিতে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল ভারতীয় দূতাবাস। মঙ্গলবার ইউক্রেনের ভারতীয় দূতাবাসের তরফে নতুন নির্দেশিকা জারি করে বলা হয়েছে, “আজকেই কিয়েভ ছাড়ুন। ট্রেন ধরে হোক বা অন্য যে কোনও যানবাহনের ব্যবস্থা করে বেরিয়ে আসুন ইউক্রেন ছেড়ে।”
এদিন দূতাবাসের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, “পড়ুয়া-সহ সমস্ত ভারতীয়দের বলা হচ্ছে আজকেই যত দ্রুত সম্ভব ইউক্রেন ছেড়ে যেন তাঁরা বেরিয়ে আসেন। যে ট্রেন পাওয়া যাচ্ছে তাতেই উঠে পড়ুন। ট্রেন না পেলেও অন্যভাবে বেরিয়ে আসুন।” স্বাভাবিকভাবেই হঠাৎ এই নির্দেশিকায় উদ্বেগে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়রা। এদিনের নির্দেশিকায় আরও জানানো হয়েছে, “সকল ভারতীয়দের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন শান্ত থাকেন এবং সকলে একসঙ্গে থাকেন। প্রত্যাশিত ভাবেই রেল স্টেশন গুলিতে খুব ভিড় হবে, তাই সকলকে বলা হচ্ছে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে।” নির্দেশিকায় বলা হয়েছে সকল ভারতীয় যেন পাসপোর্ট, পর্যাপ্ত টাকাপয়সা, এবং জামা কাপড় সঙ্গে রাখেন।
আরও পড়ুন:উৎকণ্ঠা কাটিয়ে ইউক্রেন থেকে বিশেষ বিমানে দেশে ফিরলেন ১৮২ জন ভারতীয়
উল্লেখ্য, গতকাল বেলারুশের গোমেলে রাশিয়া-ইউক্রেন বৈঠক হয়, যদিও সেই বৈঠকে কোনও সমাধান সূত্র বেরোয়নি। এই পরিস্থিতিতে রাশিয়া তাদের আক্রমনের ঝাঁঝ আরও বাড়াবে বলে অনুমান করছে। বড়সড় হামলা চালানো হতে পারে বলে অনুমান করছে বিশেষজ্ঞ মহল। হামলার আশঙ্কায় গোটা কিয়েভ জুড়ে থেকে থেকে বাজানো হচ্ছে সাইরেন। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।