বিশ্ব ফুটবলে ক্রমশ একঘরে রাশিয়া: যুদ্ধ নয়, শান্তি চাই, বার্তা রোনাল্ডোর

0
3

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Russian President Vladimir Putin) আগ্রাসনের মূল্য দিচ্ছে রুশ ফুটবল। বিশ্বকাপ-সহ আন্তর্জাতিক ফুটবল থেকে রাশিয়াকে বহিষ্কার করেছে ফিফা। ইউরোপীয় ফুটবল নিয়ামক সংস্থা উয়েফাও জানিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপা লিগে রুশ ফুটবল ক্লাবগুলো অংশগ্রহণ করতে পারবে না। এক কথায় বিশ্ব ফুটবলে একঘরে করা হয়েছে রাশিয়াকে। এবার রাশিয়ার ইউক্রেন হামলার বিরুদ্ধে সোচ্চার হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও (Cristiano Ronaldo)।

সোশ্যাল মিডিয়ার দেওয়া এক বার্তায় রোনাল্ডো (Cristiano Ronaldo) জানিয়েছেন, তিনি যুদ্ধ নন শান্তি চান। যাতে আগামী প্রজন্ম এক সুন্দর পৃথিবীর সাক্ষী থাকতে পারে। নিজের এই বার্তায় পতুর্গিজ মহাতারকা লিখেছেন, ‘‘শিশুদের জন্য আমাদের সুন্দর একটা পৃথিবী তৈরি করতে হবে। বিশ্বের শান্তির জন্য প্রার্থনা করছি। যুদ্ধ নয় শান্তি চাই।’’

আরও পড়ুন: হাফ সেঞ্চুরি হাঁকালেন মান্ধানা, প্রস্তুতি ম্যাচে জয়ী ভারত

রোনাল্ডোর বর্তমান ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও রুশ আগ্রাসনের কড়া বিরোধী। রাশিয়ার বিমান সংস্থা ‘অ্যারোফ্লোট’ ছিল ম্যান ইউয়ের অন্যতম কো-স্পনসর। যদিও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের বিরোধীতা করে অ্যারোফ্লোটের সঙ্গে যাবতীয় চুক্তি সম্প্রতি বাতিল করে দিয়েছে ম্যান ইউ কর্তৃপক্ষ।