চলতি মাসের ৭ তারিখ অফলাইনে মাধ্যমিক পরীক্ষা শুরু। তার আগেই পরীক্ষার্থীদের সুবিধার্থে খোলা হল কন্ট্রোল রুম। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, এখানে ফোন করে পরীক্ষা সংক্রান্ত যেকোনও বিষয় জানতে পারবেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। করোনার কারণে গতবছর পরীক্ষা হয়নি। তাই এবছর পরীক্ষার্থীদের জন্য এই কন্ট্রোল রুম খোলা হল। কন্ট্রোল রুমের দু’টি ফোন নম্বর হল- ০৩৩ ২৩২১৩৮২৭ এবং ০৩৩ ২৩৫৯২২৭৪।
আরও পড়ুন: Anis Case:চার ঘণ্টা চলল আনিসের দেহের দ্বিতীয় ময়নাতদন্ত, কী তথ্য উঠে এল?
এ বছর অফলাইনেই হতে চলেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। মার্চের ৭ তারিখ মাধ্যমিকের পর এপ্রিলের শুরুতেই হবে উচ্চমাধ্যমিক পরিক্ষা। মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে সমস্ত জেলাশাসকদের সঙ্গে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের প্রস্তুতি বৈঠক হয়। তারপরই অফলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়টি ঠিক হয়।
মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, বুধবার ২৩ ফেব্রুয়ারি, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলি অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে। অ্যাডমিট কার্ডে যদি কোনও সংশোধনের প্রয়োজন হয়,তা ৪ তারিখের মধ্যে স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.