দুর্ঘটনায় আহত ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর।সেকেন্ড হ্যান্ড গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন ভুবন। ভর্তি হন সিউড়ির একটি হাসপাতালে। তবে হাসপাতালের চিকিৎসক সূত্রে খবর, ভুবনের আঘাত গুরুতর নয়।

আরও পড়ুন:Tarakeshwar Temple: সুখবর! মহা শিবরাত্রির পুণ্যতিথিতে ভক্তদের জন্য খুলল তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ
সম্প্রতি চার চাকার গাড়ি কিনেছিলেন। সেটি চালানো শিখতে গিয়েই এই বিপত্তি। হঠাৎ গাড়িটি একটি দেওয়ালে ধাক্কা মারে। তাঁর বুকে এবং মুখে আঘাত লেগেছে। তাঁর বুকের এক্স-রে করানো হচ্ছে।

বাদাম বিক্রেতা থেকে জনপ্রিয় গায়ক হয়ে উঠেছেন বীরভূমের দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুরের বাসিন্দা ভুবন বাদ্যকার। তাঁর কাঁচা বাদাম বিক্রির সুর দেশ ছাড়িয়ে জনপ্রিয় হয়ে উঠেছে বিদেশেও। এরই মধ্যে গায়কের দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন তাঁর লক্ষ লক্ষ গুণমুগ্ধ। শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা।

































































































































