Anis Update: দ্বিতীয়বার ময়নাতদন্ত: কবর থেকে তোলা হল আনিসের দেহ

0
2

দেহ ফের শনাক্ত করলেন আনিস খানের বাবা সালেম খান।

 

দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হল আনিস খানের দেহ। সোমবার, সকাল আটটা নাগাদ জেলা জজের উপস্থিতিতে দেহ তোলা হয়। ছিলেন সিটের (SIT) তিন সদস্যের দল। ছিলেন হাওড়ার বিএমওএইচ (BMOH) এবং এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তবে, জেলা জজ না এলে দেহ কবর থেকে তুলতে দেবেন না বলে জানান আনিস খানের (Anis Khan) বাবা। বেলা ১২টা নাগাদ জেলা জজ পৌঁছলে তাঁর সামনেই কবর থেকে দেহ তোলার প্রক্রিয়া শুরু হয়। সাড়ে বারোটা নাগাদ পুরো প্রক্রিয়া শেষ হয়।

দেহ শনাক্ত করার জন্য সালেম খানকে (Salem Khan) যেতে বলেন সিট সদস্যরা। আইনজীবীর সঙ্গে পরামর্শ করে তিনি জানান, তাঁর বদলে যাবেন তাঁর বড়ছেলে এবং আনিসের কাকার ছেলে যাবেন।

আনিসের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ অনুযায়ী, শনিবার ভোরে তাঁর দেহ তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেদিন ভোরে আনিসের গ্রামে পুলিশ পৌঁছলে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়। ফলে ফিরে যেতে বাধ্য হয় পুলিশ।

শনিবার আনিসের দেহ তোলায় বাধা পাওয়ার পরই রাজ্য পুলিশের তরফে টুইট করে এই ঘটনায় আদালতের নির্দেশকে অমান্য করার অভিযোগ তোলা হয়। সোমবার, আনিসের দেহ তোলা হল। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করে রাখা হয়েছে। দেহ এসএসকেএম-এ দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে।