আরজিকরে পাঁচতলা থেকে মরণঝাঁপ রোগীর, তারপর?

0
1

আরজিকর হাসপাতালের ৫ তলা থেকে মরণঝাঁপ রোগীর। স্থানীয় সূত্রে খবর ওই রোগীর নাম পঞ্চানন হালদার। বয়স ৬৫ বছর। আরজিকর হাসপাতালের অর্থো মেডিসিন ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই তাঁর চিকিৎসা চলছিল। ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জরুরি বিভাগে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা।

সোমবার এই ঘটনার ফলে কিছুক্ষণ আরজিকর মেডিক্যাল কলেজে ও হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পঞ্চাননবাবুর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় তাঁর পরিবারের সদস্যরা। মৃত দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণেই কী এই আত্মহত্যা বলে দাবি করেন রোগীর পরিবার। এই ঘটনাকে দুর্ঘটনা বলেই মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তৎপর হয়েছে পুলিশ। হাসপাতাল সূত্রে খবর, এই ঘটনার পর রোগী নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন- Miss Ukraine: যুদ্ধক্ষেত্রে প্রাক্তন ‘মিস ইউক্রেন’, মেক-আপ মুছে হাতে কালাশনিকভ