KIBF: বইমেলায় সেজে উঠেছে লিটল ম্যাগাজিন প্যাভেলিয়ন, খুশি সম্পাদকরা

0
3

কলকাতা বইমেলার প্রথমদিন সেজে উঠেছে লিটল ম্যাগাজিন প্যাভেলিয়ন। বেশকয়েকটি পত্রিকা নিজেদের পসরা সাজিয়ে বসেছে।

‘আমি আমার মতো’ পত্রিকার সম্পাদক প্রভাস গোপ জানালেন, ‘দীর্ঘদিন ধরেই বইমেলায় আসছি। কোভিড গতবছর আমাদের বঞ্চিত করেছে। এবারের আয়োজনে কোনো ত্রুটি নেই। বেশ ফাঁকা ফাঁকা। দুটি জায়গায় ভাগ করে দেওয়া হয়েছে লিটল ম্যাগাজিনকে।’

‘লালপরি নীলপরি’ পত্রিকার সম্পাদক আসরফি খাতুন। বললেন, ‘লিটল ম্যাগাজিন মেলায় ছিলাম গতকাল পর্যন্ত। প্রথম দিনেই মেলা সেজে উঠেছে। পাঠকদের হাতে তুলে দেবো আমাদের পত্রিকা।’

আরও পড়ুন- তুমুল বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী, হোস্টেল খোলার দাবিতে আন্দোলন পড়ুয়াদের