কলকাতা বইমেলায় প্রথম দিন উপস্থিত ছিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। তিনি জানালেন, ‘আমার ভালোবাসার অন্য এক জায়গা হলো বই। আমি একদিকে যেমন কাজের প্রতি সোচ্চার, অন্যদিকে বইয়ের প্রতি দুর্বল।’

সাধারণ মানুষের জন্য এই বার্তা দেন বই না থাকলে শিক্ষা নেই, আর শিক্ষা না থাকলে বাংলা এগোবে না। তিনি আরও বলেন বইমেলায় নিজেদের সঙ্গে শিশুদের আনার কথা যাতে শিশুর সঙ্গে বইয়ের পরিচয় হয়।
আরও পড়ুন- KIBF: বইমেলায় সেজে উঠেছে লিটল ম্যাগাজিন প্যাভেলিয়ন, খুশি সম্পাদকরা



 
 
 
 
 
 
 
 




























































































































