বিজেপির ডাকা বন্‌ধে কোনও প্রভাব নেই, রাজ্যজুড়ে স্বাভাবিক জনজীবন

0
1

রবিবার হয়ে যাওয়া রাজ্যের ১০৮টি পৌরসভা ভোটে শাসকের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে আজ, সোমবার ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বন্‌ধ ডাকা হয়েছে। অন্যদিকে, বন্‌ধের বিরোধিতা করেছে তৃণমূল। নবান্নের তরফেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বনধ রাজ্য সরকারের নীতিবিরুদ্ধে। তাই কোনও বনধ পালন হবে না। সোমবার রাজ্যের সমস্ত কিছু খোলা থাকবে। রাজ্যের সবকিছুই স্বাভাবিক থাকবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে নবান্ন।

আরও পড়ুন:Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

এদিন সকাল থেকে অবশ্য সেভাবে বন্ধের কোনও চেহারাই দেখা যায়নি। এই প্রতিবেদন লেখা হাওড়া স্টেশনের ছবি অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। জনজীবনও একেবারেই স্বাভাবিক। হাওড়া ব্রিজ,দ্বিতীয় হুগলী সেতু ও অন্যান্য রাস্তায় যান চলাচল স্বাভাবিক। ট্রেন পরিষেবা স্বাভাবিক।

হাওড়ার মতো একই ছবি শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহের সমস্ত শাখায় এখনও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক। দমদম বিমানবন্দরের ছবিটাও একই।

তবে হুগলি স্টেশনে বিজেপির ট্রেন অবরোধ করার খবর মিলেছে। ডাউন বর্ধমান লোকাল আটকে দিয়ে রেললাইনে নেমে বিক্ষোভ বিজেপি কর্মীদের।দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ডে বিজেপির কর্মী সমর্থকদের রাস্তা আটকানোর চেষ্টা হয়েছে। বাধা দিলে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি বেঁধে যায়। শেষ পর্যন্ত বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করেছে বালুরঘাট থানার পুলিশ। আবার স্বাভাবিকভাবে বাস চলাচল করছে সকাল থেকেই রাস্তায় পিকেটাররা নেমে গেছে বালুরঘাট শহর।