KIBF: হাতে প্ল্যাকার্ড, বইমেলায় সচেতনতার বার্তা ছড়াচ্ছেন বিমল

0
3

হাতে প্ল্যাকার্ড। একা একা বইমেলায় ঘুরছেন বিমলকুমার বড়ুয়া। কী লেখা প্ল্যাকার্ডে? ‘মাস্ক পরুন। নিজে বাঁচুন। অন্যকে বাঁচান…।’

থাকেন বাটানগরে। একটি বেসরকারি সংস্থার কর্মী। প্রতিদিন সাধারণ মানুষকে সচেতন করেন।
নিয়মিত তাঁকে দেখা যায় শিয়ালদহ স্টেশনে। প্ল্যাকার্ড হাতেই। আগামী কয়েকদিন তিনি থাকবেন কলকাতা বইমেলায়। ঘুরে ঘুরে তিনি সচেতন করবেন বইপ্রেমীদের।

‘জাগো বাংলা’ স্টলের সামনে তাঁর সঙ্গে কথা হলো। জানালেন, ‘আমার ব্যাগে আছে সার্জিক্যাল মাস্ক। মুখে মাস্ক পরেননি এমন অনেককেই আমি মাস্ক দিয়েছি। কেউ কেউ মাস্ক রাখেন থুতনির নীচে। তাঁদেরও আমি সচেতন করি। বোঝাই কোভিডের ভয়াবহতার কথা। অনুরোধ করি কোভিড ভ্যাকসিন নিতে। আমার লেখা প্ল্যাকার্ড দেখে বহু মানুষ সচেতন হয়েছেন। বইমেলায় আসা কিছু মানুষকে সচেতন করতে পারলে আমার আসা সার্থক হবে। মনে রাখতে হবে, করোনার বিরুদ্ধে আমাদের জয়ী হতে হবেই।’

কথা শেষ হতেই মেলার ভিড়ে মিশে গেলেন বিমলবাবু। তাঁকে আরোও অনেক মানুষকে সচেতন করতে হবে যে!

আরও পড়ুন- Bidhannagar-Siliguri Board: সম্পূর্ণ গঠিত ২ পুরবোর্ড, প্রকাশিত পদাধিকারীদের তালিকা