ভারতীয়দের ফেরাতে ইউক্রেন সীমান্তে যাবেন ৪ মন্ত্রী, সিদ্ধান্ত কেন্দ্রের

0
1

রাশিয়া-ইউক্রেন(Russia-Ukraine) যুদ্ধ পরিস্থিতিতে আগেই উচ্চপর্যায়ের বৈঠক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) জানিয়ে দিয়েছিলেন ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানো ও তাঁদের সুরক্ষাকেই অগ্রাধিকার। সোমবার সকালে ফের এই ইস্যুতে বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকেই নেওয়া হল বড় পদক্ষেপ। সূত্রের খবর, কেন্দ্রীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হল ভারতীয়দের সম্পূর্ণ সুরক্ষা দিয়ে দেশে ফেরাতে ইউক্রেন সংলগ্ন দেশগুলিতে বিশেষ দূত হিসেবে যাবেন ৪ কেন্দ্রীয় মন্ত্রী(Central Minister)।

কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর কাজ আরও মসৃণ করতে ইউক্রেন সীমান্তবর্তী দেশগুলিতে যাবেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, হরদীপ পুরি ও কিরেন রিজিজু। এছাড়াও পড়ুয়াদের সাহায্যে এই দলে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং। বিশেষ দূত হিসাবে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে যাবেন তারা। পাশাপাশি সামলাবেন কূটনৈতিক বিষয়গুলিও। জানা গিয়েছে, ভারতীয়দের ফেরাতে মুলত রোমানিয়া ও হাঙ্গেরির মাটিকে কাজে লাগাচ্ছে কেন্দ্র। যুদ্ধের জেরে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে ইউক্রেনের আকাশপথ। এই পরিস্থিতিতে যে কোনও প্রতিকুল অবস্থা মোকাবিলায় ইউক্রেন সীমান্তবর্তী দেশে যাচ্ছেন ৪ কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুন:রাষ্ট্রসঙ্ঘে ভারতের অবস্থানে ক্ষুব্ধ ইউক্রেন, সীমান্তে বেছে বেছে ভারতীয়দের বাধা সেনার

অন্যদিকে, রক্তক্ষয়ী যুদ্ধের পঞ্চম দিনে আজ রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আজ বেলারুশে বসছে দুই রাষ্ট্রপ্রধানের এই বৈঠক। আর এই বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।