যুদ্ধের ক্ষত সারিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বাজার, ৩৮৮ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

0
1

?সেনসেক্স ৫৬,২৪৭.২৮ (⬆️ ০.৭০%)

?নিফটি ১৬,৭৯৩.৯০ (⬆️ ০.৮১%)

যুদ্ধের ক্ষত সারিয়ে অবশেষে ঘুরে দাঁড়াচ্ছে দেশের শেয়ারবাজার। অতীতের রক্তক্ষরণ সারিয়ে গত শুক্রবার এক ধাক্কায় ১৭৩৬ পয়েন্ট বেড়েছিল শেয়ারবাজার। সেই ধারা অব্যহত রইল এদিনও। সোমবার বাজার খোলার পর কিছুটা নিম্নমুখী হলেও দিনের শেষে ঘুরে দাঁড়ায় বাজার। সেনসেক্স বাড়ে ৩৮৮ পয়েন্ট। পাশাপাশি নিফটি বেড়েছে ১৩৫ পয়েন্ট।

অতীতের ধাক্কা সামলে সোমবার বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ৩৮৮ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৩৮৮.৭৬ পয়েন্ট বা ০.৭০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৬,২৪৭.২৮। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ১৩৫.৫০ পয়েন্ট বা ০.৮১ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৬,৭৯৩.৯০।