কয়েক বছর আগেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ডিপার্টমেন্টের ঘরে বসে ক্লাসও করেছেন। আর আজ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাস্তায় দেখা গেল তাঁকে। আগ্নেয়াস্ত্র নিয়ে হাসিমুখে নিজের দেশকে রুশ সেনার হাত থেকে বাঁচাতে তিনি যেন অদম্য। দাঁতেদাঁত চেপে দেশকে রক্ষা করতে আগ্নেয়াস্ত্র তুলে নিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তথা ইউক্রেনের সাংসদ সভিয়াতোস্লাভ ইউরাশ।বুক চিতিয়ে রণক্ষেত্রে জয় ছিনিয়ে আনাতে মরিয়া তিনি।

আরও পড়ুন:যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন নিয়ে উদ্বেগ: মোদিকে চিঠি মমতার, সর্বদল বৈঠক ডাকার আর্জি

ইউক্রেনের উপর রাশিয়া হামলা করতেই প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি ঘোষণা করে দিয়েছিলেন, দেশরক্ষায় যাঁরা এগিয়ে আসবেন তাঁদের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে। তাতে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন বহু সাধারণ নাগরিক। শুক্রবার ইউক্রেন সরকার তাঁদের হাতে ১৮ হাজার অস্ত্র তুলে দিয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সেনা ও সাধারণ নাগরিকদের মনোবল বাড়াতে লড়াইয়ের ময়াদানে নেমেছেন রাজনৈতিক নেতা, সাংসদরাও। তাঁদের মধ্যেই একজন ছাব্বিশের তরুণ ইউরাশ।

ইউক্রেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ সাংসদ ইউরিশ ‘সার্ভেন্ট অফ দ্য পিপল’পার্টির প্রতিনিধিত্ব করেন। ২০১৩ সালে কিছুদিনের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। রুশ সেনা হামলায় তিনি বলেন, “আমরা ইউরোপের সবচেয়ে বড় জাতি। আমরা ৪ কোটি মানুষের একটি জাতি। রাশিয়ার আগ্রাসনের মুখে আমরা অলসভাবে দাঁড়িয়ে থাকব না। আমাদের যা কিছু আছে তা নিয়েই আমরা লড়াই করব। বিশ্ব আমাদের যা সহায়তা দেবে তাও আমরা গ্রহণ করব,”
 
 
 
 
 
 
 
 
 
 
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        




























































































































