পুরভোটের দিন জেলায় জেলায় বৃষ্টি, সোমবার থেকেই বাড়বে তাপমাত্রা

0
2

রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস মতই রবিবার দুপুরের পর থেকে শহরজুড়ে ঝোড়ো হাওয়ার সঙ্গে চলল বৃষ্টি। শনিবার দিনভর ছিল রোদঝলমলে আকাশ। রবিবার ভোটের দিনে সকালের দিকে পরিষ্কার থাকলেও বেলা গড়াতেই মেঘে ঢেকেছে আকাশ। দুপুরের পর থেকে দমকা হাওয়ায় সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলা থেকে হালকা ও মাঝারি বৃষ্টির খবর পাওয়া গিয়েছে।

সোমবার থেকে কয়েকদিন রাতের তাপমাত্রা সেরকম পরিবর্তন না হলেও বাড়বে দিনের তাপমাত্রা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদা জেলাতেও বৃষ্টি হয়েছে। সোমবার থেকে ফের বদলে যাবে আবহাওয়া। সোমবার সব জেলাতেই থাকবে শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়। তবে দুপুরের পর বদলাবে আবহাওয়া। এদিন দক্ষিণবঙ্গের আকাশও পরিষ্কার থাকবে।

আরও পড়ুন- Book Fair: কোভিডের কারণে পিছিয়ে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা