রাজ্যের ১০৮ পুরসভায় শুরু হয়েছে ভোটগ্রহণ। রাজ্য পুলিশ বাহিনীর কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। এরই মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে এসেছে। ভোটদানের শুরুতেই বুথ দখল এবং ইভিএম ভাঙার অভিযোগ উঠল বসিরহাট পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। এরপর তাঁকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন:ভোট শুরু হতেই অশান্তি, বারাসতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ইভিএম ভাঙার অভিযোগ
অভিযোগ, বুথে ছাপ্পা ভোট দেওয়ার সময় এই ওয়ার্ডের বিজেপি প্রার্থী দলবল নিয়ে নিজেই ইভিএম ভেঙে দেন৷ যদিও বুথের সেক্টর অফিসার জানিয়েছেন, বুথে এসে বিজেপি প্রার্থী দেখেন ভোটারদের লাইন ছিল না৷ শুধু ভিতরে একজনই ছিল৷ সেই ভোটারকে চলে যেতে বলা হয়৷এরপরই বিজেপি প্রার্থীর নির্দেশমত কয়েকজন ভিতরে ঢুকে ইভিএম ভাঙচুর করে৷ এই সময়ের মধ্যে ৩০টির মতো ভোট পড়েছিল৷ এই ঘটনার পর ওই ওয়ার্ডের ভোটদান সাময়িক বন্ধ থাকে৷ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।











































































































































