Uttar Pradesh Election : উত্তরপ্রদেশে ষষ্ঠ পর্বের নির্বাচনে জোর লড়াই অযোধ্যা -আমেথিতে

0
1

ষষ্ঠপর্বের বিধানসভা নির্বাচন চলছে উত্তরপ্রদেশে । রবিবার সকাল থেকে মোটামুটি শান্তিপূর্ণভাবেই চলছে ত ৬১ আসনের ভোটগ্রহণ। এদিন দুপুর ১টা পর্যন্ত ভোট  পড়েছে  ৩৪ শতাংশ। এই পর্ব শেষ হলে উত্তরপ্রদেশের ২৯২ আসনের নির্বাচন হয়ে যাবে।

এখনও পর্যন্ত যে ক’টি পর্বে নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে নজরকাড়া পর্ব এই ষষ্ঠ দফা।  ষষ্ঠ পর্বের ভোট বিজেপির কাছে প্রেস্টিজ ফাইটও বটে । কারণ এদিন দেশের রাজ্য রাজনীতির ভরকেন্দ্র অযোধ্যায় ভোট হচ্ছে । এই অযোধ্যাতেই রাম মন্দির তৈরির কাজ চলছে জোর কদমে । শুধু উত্তর প্রদেশ কেন গোটা দেশেরই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অযোধ্যা আর রামমন্দির। তাই অযোধ্যার ভোট কেমন হয়, অযোধ্যার ভোটে কে এগিয়ে কে পিছিয়ে থাকবে তার ওপর কংগ্রেস-বিজেপির মর্যাদার লড়াই অনেকটাই নির্ভর করছে । পাশাপাশি এদিন ভোট হচ্ছে রাহুল গান্ধীর লোকসভা কেন্দ্র আমেথিতেও। যদিও গত লোকসভা ভোটে রাহুল গান্ধী আমেথি থেকে হেরে গিয়েছেন। তাই ধরে নেওয়াই যায় কংগ্রেস এখন আমেথিতে অনেকটাই দুর্বল।

ষষ্ঠ পর্বের  হেভিওয়েট প্রাথীরা হলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য।  বিজেপি নেতা তথা  এরাজ্যে বিজেপির প্রাক্তন পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিংহও।