যুদ্ধ শেষের ইঙ্গিত, রাশিয়ার সঙ্গে আলোচনায় রাজি ইউক্রেন

0
3

রক্তক্ষয়ী যুদ্ধ আর নয়, আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে অবশেষে রাজি হলো দুই দেশ। এদিন রাশিয়ার আবেদনে সাড়া দিয়ে ইউক্রেন(Ukraine) প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়ে দিয়েছেন রাশিয়ার(Russia) প্রস্তাবিত জায়গায় আলোচনায় বসতে রাজি তার দেশ। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের এই বৈঠক সম্পন্ন হবে।

রবিবার বেলারুশের প্রধান লুকাশেঙ্কোর সঙ্গে ফোনে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এরপর সন্ধ্যায় এই আলোচনা প্রস্তাবে ইউক্রেনের তরফের সাড়া দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আনেন। যদিও কখনোই বৈঠক সম্পন্ন হবে সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। কিন্তু যাই হোক না কেন আপাতত আলোচনার মাধ্যমে দুই দেশ সমাধানের রাস্তায় হাঁটতে শুরু করায় কিছুটা হলেও স্বস্তিতে বিশ্ববাসী।

প্রসঙ্গত, যুদ্ধের শুরুতে রাশিয়ার তরফে ইউক্রেনকে আলোচনায় বসতে প্রস্তাব দেওয়া হয়, তবে তার জন্য যে সকল শর্ত দেওয়া হয়েছিল তা মানতে রাজি হননি ইউক্রেনের প্রেসিডেন্ট। অন্যদিকে, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়াকে কোণঠাসা করতে আমেরিকা-সহ অন্যান্য পশ্চিমী দেশগুলি যে পথে এগোচ্ছে, তাতে অশনি সংকেত দেখছেন খোদ পুতিনই। তাঁর আশঙ্কা, পশ্চিমী জোট রাশিয়ার উপর পরমাণু হামলা (Nuclear Attack) চালাতে পারে। সেই আশঙ্কা থেকে তিনি ভিডিও বার্তায় সেনাবাহিনীকে নির্দেশ দেন, দেশের পরমাণু কেন্দ্রগুলি নিয়ন্ত্রণে রাখার। পরমাণু চুল্লিগুলিতে আরও নজরদারি বাড়ানোর। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় রীতিমতো অশনিসংকেত দেখছিল পৃথিবী। আপাতত দুই দেশ আলোচনার পথ চলায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে।

আরও পড়ুন- বিজেপির কর্মনাশা বনধের সর্বাত্মক বিরোধীতায় তৃণমূল