Ukraine: ইউক্রেনের খারকিভ থেকে বাড়ি ফেরার আর্তি কলকাতার মেয়ের!

0
1

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে (ukraine)আটকে আছে কয়েক হাজার ভারতীয়(Indian)। ডাক্তারি পড়তে গিয়ে আটকে পড়েছেন এই বাংলার ছেলেমেয়েরা। কলকাতার বাঁশদ্রোণির বাসিন্দা ডাক্তারি পড়ুয়া সঞ্চারি রায় (Sanchari Roy) ইউক্রেনের খারকিভে আটকে পড়েছেন।সেখান থেকেই বাড়ি ফেরার করুণ আর্তি জানালেন তিনি।

সঞ্চারি তাঁর ভিডিও (video) বার্তায় বলেন প্রায় ৩০০০জন ভারতীয় মেডিক্যাল পড়ুয়া সেখানে আটকে রয়েছেন।প্রতি মুহূর্তে আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা। একের পর এক বোমাবর্ষণে কেঁপে উঠছে খারকিভ। খাবারের রসদ প্রায় শেষের দিকে, সামান্য পানীয় জলটুকও পাচ্ছেন না তাঁরা। রাস্তাঘাট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। কার্যত গৃহবন্দি তাঁরা। এটিএম (ATM) বন্ধ, যে গুটিকয়েক এটিএম চালু আছে তাতে টাকা নেই, ফলে আরও সমস্যা আরও বেড়েছে। সঞ্চারি (Sanchari)জানাচ্ছেন , তাঁরা ভারতীয় দূতাবাসের (indian Embassy) সাথে যোগাযোগ করতে পেরেছেন এবং সেখান থেকেও সবরকমের সাহায্য করার বার্তা দেওয়া হয়েছে। সঞ্চারি জানিয়েছেন তাঁরা ইউক্রেনের পূর্ব দিকে থাকার জন্য সহজে পোল্যান্ড বা স্লোভাকিয়ার বর্ডারে যেতে পারছেন না। কারণ প্রায় ১৭ঘণ্টা সময় লাগে বর্ডারে পৌঁছতে, আর এই যুদ্ধের সময় সেটা প্রায় অসম্ভব। এই অবস্থায় অসহায় সঞ্চারি বাড়ি ফেরার করুণ আর্তি জানাচ্ছেন প্রসাশনের কাছে।