পরিস্থিতি ক্রমাগত জটিল হচ্ছে ইউক্রেনে(Ukraine)। আলোচনার বার্তা দিয়েও ইউক্রেনে রুশ বাহিনীর (Russian Army) তাণ্ডব অব্যাহত। পাল্টা প্রতিরোধের চেষ্টা করে চলেছে ইউক্রেন। আর এই যুদ্ধের জেরে হাজার হাজার ভারতীয় পড়ুয়ারা (Indian Student) আটকে পড়েছেন ইউক্রেনে(Ukraine)। খাবারের স্টক প্রায় শেষের দিকে,সামান্য পানীয় জলটুকও মিলছে না। রাস্তাঘাট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। কার্যত গৃহবন্দি তাঁরা। এটিএম (ATM)পরিষেবা চালু থাকলেও তাতে টাকা নেই, ফলে সমস্যা আরও বেড়েছে। এই অবস্থার স্বস্তির খবর শোনাল পোল্যান্ড(Poland)। মিলল ভিসা (Visa)ছাড়াই ইউক্রেন(Ukraine) থেকে পোল্যান্ড যাওয়ার ছাড়পত্র ।

Ukraine: ইউক্রেনের খারকিভ থেকে বাড়ি ফেরার আর্তি কলকাতার মেয়ের!

ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়ারা ভিসা ছাড়াই পোল্যান্ডে যেতে পারবেন। এমনই জানালেন ভারতে নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত অ্যাডাম বুরাকোবস্কি (Adam Burakowski)। তিনি জানিয়েছেন,রাশিয়ার(Russia) আগ্রাসন এড়িয়ে ভারতের যে সমস্ত পড়ুয়া ইউক্রেন(Ukraine) থেকে পোল্যান্ডে(Poland) যেতে চাইছেন, তাঁদের ভিসা ছাড়াই পোল্যান্ডে যেতে পারবেন। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকরী করা হয়েছে। এই ঘোষণার জেরে কিছুটা হলেও নিশ্চিন্ত বোধ করছেন পড়ুয়ারা।


অন্যদিকে, ভারতীয় নাগরিকদের নিরাপদে দেশে ফেরানোর বিষয়ে সাহায্য করার জন্য হাঙ্গেরির বিদেশমন্ত্রী পিটার সিজার্তোকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ট্যুইট করে তিনি জানিয়েছেন,ভারতীয়দের নিরাপদে উদ্ধার করার বিষয়ে সাহায্য করার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। হাঙ্গেরি-ইউক্রেন সীমান্তে আরও সহযোগিতার জন্যও অনুরোধ করেছেন তিনি।








































































































































