আনিস-কাণ্ডে কলকাতার রাজপথে মিছিল করবে তৃণমূল ছাত্র-যুব। সোমবার, তৃণমূল (TMC) ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur Bhattacharya), সুদীপ রাহা (Sudip Raha), দেবাংশু ভট্টাচার্যের (Debanshu Bhattacharya) নেতৃত্বে রামলীলা ময়দান থেকে গান্ধী মূর্তি পর্যন্ত হবে। পা মেলাবেন তৃণমূলের অসংখ্য ছাত্র-যুব।
আনিস রহস্যমৃত্যু সমাধানে সিট গঠন করেছেন মুখ্যমন্ত্রী। এই মিছিল থেকে দলনেত্রী ও তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Benarjee) ধন্যবাদ জানানো হবে। ইতিমধ্যেই তিন পুলিশকর্মী সাসপেন্ড ও দুজন গ্রেফতার হয়েছেন। অত্যন্ত দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, দোষীদের কাউকে রেয়াত করা হবে না। হাইকোর্টও সিবিআই তদন্তের দাবি খারিজ করে দিয়েছে। জানিয়েছে, ছাত্রনেতার মৃত্যুতে তদন্ত করবে সরকারের সিটই।
আরো পড়ুন: Uttar Pradesh Election : উত্তরপ্রদেশে ষষ্ঠ পর্বের নির্বাচনে জোর লড়াই অযোধ্যা -আমেথিতে
আনিসের মৃত্যু নিয়ে রাজনীতি করতে সিপিআইএম (CPIM)-বিজেপি (BJP) রাস্তায় নেমে অরাজকতা সৃষ্টি করছে। রাস্তা অবরোধ করে মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। শাসকদল হিসেবে সংযম দেখিয়েছে তৃণমূল। এই আবহে এবার পথে নেমে সাধারণ মানুষকে সদর্থক বার্তা দেবে তৃণমূল।