রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সোমবার সকাল দশটার মধ্যে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল।
https://twitter.com/jdhankhar1/status/1497898902158069760?t=B6IQeA7CJVhF2J8MvVZxpw&s=08
রাজভবন থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পুরভোটে অশান্তি, আইন-শৃঙ্খলার অবনতি, প্রশাসনের পক্ষপাতিত্ব এবং রাজ্য নির্বাচন কমিশনের ব্যর্থতা নিয়ে আলোচনা করতেই রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠানো হয়েছে। রাজ্যপালের সরকারি টুইটার হ্যান্ডলেও এটি পোস্ট করা হয়েছে। তাতে ভোটগ্রহণে অশান্তির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিষয়টি ‘গণতন্ত্রের ব্যর্থতা’ বলেও ব্যাখ্যা করা হয়। রবিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি যথেষ্ট আশঙ্কিত এবং উদ্বিগ্ন। আর সেসব নিয়ে আলোচনা করতেই তিনি রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন।

















 

























































































































