সোমবার ১২ ঘণ্টার বাংলা বন্ধ ডাকল বিজেপি (strike-bjp) । সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বনধ পালিত হবে। রবিবার রাজ্যে ১০৭ পুরসভায় ছিল নির্বাচন। আর ভোটগ্রহণ পর্ব শেষ হতে না হতেই বাংলা বন্ধের ডাক দিল গেরুয়া শিবির। শুধু তাই নয় বন্ধ সফল করতে রাজ্যের সর্বত্রই বিজেপি কর্মীরা পথে নামবেন বলেও বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। রবিবার সকাল থেকেই রাজ্য জুড়ে দলের প্রার্থী, কর্মী, সমর্থকরা আক্রান্ত হয়েছে বলে অভিযোগ তুলেছিল বিজেপি। বিকেলে সাংবাদিক সম্মেলন করে বনধের কথা জানিয়ে দেওয়া হয় রাজ্য বিজেপির তরফ থেকে।

বিজেপির পায়ের তলায় মাটি নেই। জনসমর্থন নেই । পুরভোটে যে তাদের ভরাডুবি হতে চলেছে তা এ দিন ভোটগ্রহণপর্ব শেষ হওয়ার আগেই বুঝতে পেরেছে বিজেপি। তাই এবার বনধ রাজনীতি শুরু করেছে । সপ্তাহের প্রথম কাজের দিনেই কর্মসংস্কৃতি ভন্ডুল করে ১২ ঘণ্টার বনধ পালন করতে উদ্যোগী হয়েছে বিজেপি। আসলে নিজেদের ব্যর্থতা আড়াল করতেই ১২ ঘন্টার বনধের ডাক বলে মনে করছে রাজনৈতিক মহল।










































































































































