ইউক্রেনের উপর হামলার প্রভাব সূদুরপ্রসারী প্রভাব ফেলবে রাশিয়ায়। আগেই বলেছিল মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। আমেরিকার একাধিক নিষেধাজ্ঞার পর এবার সুইফট ফিনান্সিয়াল সিস্টেম থেকেও রাশিয়ার একাধিক ব্যাঙ্ককে বাদ দেওয়া হল। ইউরোপিয়ান কমিশন, ফ্রান্স, জার্মানি, ইতালি, ইংল্যান্ড, কানাডার তরফে একটি যৌথ বার্তায় জানানো হয়েছে, সুইফটের সংযোগ থেকে বাদ দেওয়া হয়েছে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলিকে। এর ফলে বিশ্বজুড়ে লেনদেন চালাতে সমস্যা হবে সেগুলির। ধাক্কা খাবে রাশিয়ার বাণিজ্যও।
আরও পড়ুন: রুশ সেনাকে বিভ্রান্ত করতে মোক্ষম চাল ইউক্রেনের, মোছা হল সাইনবোর্ড
কী এই সুইফট? SWIFT-এর পুরো কথাটি হল সোস্যাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাঙ্ক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন (Society for Worldwide Interbank Financial Telecommunication)। এটি একটি মেসেজিং সিস্টেম বা বার্তা পাঠানোর উপায় যার মাধ্যমে বিশ্বের অসংখ্য আর্থিক প্রতিষ্ঠান নিজেদের মধ্যে যোগাযোগ করে থাকে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় সুইফট। যার সদর দফতর বেলজিয়ামে। বেলজিয়ামের কেন্দ্রীয় ব্যাঙ্ক, আমেরিকার ফেডেরাল রিজার্ভ সিস্টেম এবং আরও একাধিক দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক এটির পরিচালনার দায়িত্বে রয়েছে। বিশ্বের একাধিক দেশে রয়েছে এর অফিস। বর্তমান সময়ে পৃথিবীজুড়ে ২০০টি দেশের এগারো হাজারেরও বেশি আর্থিক প্রতিষ্ঠান লেনদেনের জন্য সুইফট মেসেজিং সিস্টেমের উপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য আদানপ্রদান করা হয় সুইফট মেসেজিং সার্ভিসের মাধ্যমে। রফতানি-আমদানির জন্য এবং আরও নানা কারণে বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে যে লেনদেন হয়, তার যাবতীয় তথ্য এই পরিকাঠামোর মাধ্যমেই লেনদেন হয়ে থাকে।
সুইফট সিস্টেম থেকে রাশিয়াকে বাদ দেওয়ায় স্বভাবতই বাণিজ্যিক দিক থেকে ধাক্কা খাবে রাশিয়া। যার জেরে আমদানি ও রফতানিতে প্রয়োজনীয় আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে নানান সমস্যায় পড়বে রাশিয়া। যার জেরে আর্থিক সঙ্কটেও পড়তে পারে রাশিয়া বলে মনে করা হচ্ছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.