রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: চেলসির দায়িত্ব ছাড়লেন অ্যাব্রামোভিচ

0
1

জল্পনা সত্যি করে চেলসির দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ক্লাবের রুশ মালিক রোমান অ্যাব্রামোভিচ (Roman Abramovich)। রবিবার লিভারপুলের বিরুদ্ধে কারাবায়ো কাপ ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে এই সিদ্ধান্ত জানিয়ে দেন অ্যাব্রামোভিচ। জোর চর্চা, রাশিয়া-ইউক্রন যুদ্ধের জেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন চেলসির রুশ মালিক। তবে অ্যাব্রামোভিচ নিজে এই জল্পনা উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি প্রিমিয়ার লিগের ক্লাব তিনি বিক্রি করে দেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

শনিবার ভারতীয় সময় গভীর রাতে চেলসির দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করেন অ্যাব্রামোভিচ (Roman Abramovich)। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘‘গত কুড়ি বছর ধরে চেলসি ফুটবল ক্লাবের অভিভাবক হিসেবে কাজ করেছি। দল কী ভাবে সাফল্য পায় এবং উজ্জ্বল ভবিষ্যৎ কী ভাবে গড়ে তোলা যায়, তারজন্য কাজ করে গিয়েছি। ক্লাবের সম্মান বজায় রাখা আমার কর্তব্য। তাই আমি চেলসি চ্যারিটেবল ফাউন্ডেশনের ট্রাস্টিদের হাতে ক্লাবের দায়িত্ব তুলে দিলাম।’’

আরো পড়ুন: Gangubai Kathiawadi:বক্স অফিসে ‘গাঙ্গু’ঝড়, দুদিনেই উঠল ২৩ কোটি !

এদিকে, অ্যাব্রামোভিচ দায়িত্ব ছাড়ার পরেই চেলসি সমর্থকরা ক্লাব বিক্রি হয়ে যাওয়ার আতঙ্কে ভুগতে শুরু করেছেন। যদিও ক্লাব সূত্রের খবর, অ্যাব্রামোভিচ এখনও চেলসির মালিক। যাবতীয় খরচ তিনিই চালাবেন। উল্লেখ্য, ২০০৩ সাল থেকে চেলসির মালিক অ্যাব্রামোভিচ।