নজিরবিহীন! গ্রিড ফেলিওয়ের জেরে বিদ্যুৎহীন বাণিজ্যনগরী

0
10

নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন দেশের বাণিজ্যনগরী।রবিবার সকালে আচমকাই মুম্বইয়ের একটা বড় অংশে বিদ্যুৎহীন হয়ে পড়ে। ফলে চরম ভোগান্তিতে শহরবাসী। ফলে থমকে গিয়েছে ট্রেন চলাচলও। বৃহন্মুম্বই পুরনিগমের তরফে জানানো হয়েছে, টাটা বিদ্যুৎকেন্দ্রের পাওয়ার গ্রিড ফেলিওরের জেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে মুম্বইয়ের একটা বড় অংশ। তবে স্বাভাবিক ছন্দে বাণিজ্যিকনগরী ফিরিয়ে আনতে দ্রুত গতিতে কাজ চলছে বলে জানানো হয়েছে।


আরও পড়ুন:একের পর এক EVM ভাঙা, মানুষের সমর্থন না পেয়ে নয়া কৌশল বিজেপির?

মুম্বইয়ের বৃহত্তম বিদ্যুৎ বণ্টন সংস্থা বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (বেস্ট) জানিয়েছে, টাটাদের বিদ্যুৎ সংবহন পরিষেবা ব্যাহত হওয়ার জেরে এই বিপর্যয়। ফলে সিওন, মাটুঙ্গা, পারেল, দাদর, সিএসএমটি, বাইকুল্লা, চার্চগেট-সহ বিশাল অংশে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের জেরে চিকিৎসা পরিষেবা চালু রাখতে হিমসিম খাচ্ছে হাসপাতালগুলি।